মিজানুর রহমান মিজান।
টেকনাফে ৪নং সাবরাং ইউনিয়নের সন্মানিত মুসল্লী ও ধর্মপ্রাণ জনসাধারণের প্রতি আগামীতে নামাজ ইবাদত সম্পর্কিত সরকারি সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন নুর হোসেন চেয়ারম্যান।
প্রাণঘাতি করোনা ভাইরাস বিস্তার রোধে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দেয়া জরুরী বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বসাধরণকে ইবাদত উপাসনা নিজ নিজ ঘরে পালনের নির্দেশ পালনের লক্ষ্যে নিজ ইউনিয়নবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।সোমবার ৬এপ্রিল সন্ধায় নিজের ব্যবহ্নত ফেসবুক আইডিতে আহ্বানকৃত স্ট্যাটাসটি নিম্নে কপি করে দেয়া হলো:-
☆☆ বিসমিল্লাহির রাহমানির রাহিম ☆☆
অত্র ইউনিয়নের সম্মানিত জনসাধারণ ও মুসল্লীগণ, আগামীতে নামাজ কিভাবে আদায় করবেন সেই সম্পর্কিত সকল সরকারি নির্দেশনা মেনে চলুন। করোনা ভাইরাস মুক্ত থাকুন। বাড়ীতে থাকুন, একান্ত প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। মনে রাখবেন আমাদের সামনে খুবই খারাপ সময় অপেক্ষা করছে। অহেতুক মরতে না চাইলে হোম কোয়ারান্টাইন মেনে চালুন অর্থাৎ ঘরে থাকুন। বিদেশ ফেরত কারো সংস্পর্শে আসবেন না। যেকোনো প্রয়োজনে আমার/ আমাদের সাথে যোগাযোগ করবেন।
অনুরোধক্রমে
নুর হোসেন চেয়ারম্যান
সাবরাং ইউনিয়ন পরিষদ।টেকনাফ কক্সবাজার।