মিজানুর রহমান মিজান।
টেকনাফে ৪নং সাবরাং ইউনিয়নে ১হাজার কর্মহীন নিম্ন মধ্যবিত্ত লোকের মাঝে ব্রাকের জনপ্রতি ১৫শ টাকা করে অনুদান দেয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার ১৫ এপ্রিল ১২টা থেকে ইউনিয়নের ৬টি কেন্দ্রে যথাক্রমে – ১নং ওয়ার্ড কেন্দ্র চান্দলি পাড়া,৩নং ওয়ার্ড কেন্দ্র কাটাবনিয়া ,৫নং,৪নং ও ২ নংওয়ার্ড কেন্দ্র ইউনিয়ন পরিষদে এবং শাহপরীর দ্বীপ কেন্দ্রসহ মোট ৬টি কেন্দ্রে ব্রাক সংস্থা লেদা ব্রান্সের পক্ষ থেকে এ নগদ টাকা দেয়া হয়।
(নিরাপদ দূরত্বে টাকা নিচ্ছেন জনগন।ডেইলি টেকনাফ)
দুপুর ১টা থেকে ইউনিয়ন পরিষদের ৩টি কেন্দ্রে নগদ ১৫শ টাকা করে প্রতিটি লোকের মাঝে দেয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্ভোদন করেন নুর হোসেন চেয়ারম্যান।পরে চান্দলী পাড়া,কাটাবনিয়া ও শাহ পরীর দ্বীপ কেন্দ্রে নিজে উপস্থিত থেকে এসব লোকের মাঝে টাকা দেয়া হয়েছে।
করোনা ভাইরাস প্রাদুর্ভাব বিবেচনায় সরকারের নির্দেশনা মোতাবেক নিরাপদ দূরত্বে গোল চিহ্নিতকরণ স্থানে সারিবদ্ধভাবে এ টাকা বিতরণ করা হয়।এসময় টেকনাফ উপজেলা প্রশাসন’সহ সকল সরকারি সংস্থারগুলোর সাথে ফোনে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় দিক নির্দেশনা নেন নুর হোসেন চেয়ারম্যান
এতে উপস্থিত ছিলেন ব্রাক এরিয়া ম্যানেজার রহিমা বেগম,ব্রাক লেদা ব্রান্স ম্যানেজার আব্দুস সালাম’সহ ১২জনের টিম।
অন্যান্যদের মাঝে দায়িত্ব পালন করেন পরিষদ কেন্দ্রে মোহাম্মদ শরীফ মেম্বার ও খতিজা মেম্বার,চান্ডলী পাড়া কেন্দ্রে শাহীনা আক্তারকাটাবনিয়া কেন্দ্রে জাফর আহমদ মেম্বার প্রমূখ।
উপস্থিত ছিলেন পরিষদে কর্মরত গ্রাম পুলিশসহ এলাকার জনসাধারণ।
উল্লেখ্য -সম্প্রতি করোনা মহামারিতে নিম্ন মধ্যবিত্ত কর্মহীন লোকের মাঝে সারাদেশে ব্রাকের পক্ষ থেকে এক কোটি লোকের মাঝে এ টাকা দেয়া হয়।তন্মধ্যে উখিয়া টেকনাফে ১০ হাজার এবং সাবরাং ইউনিয়নে ১হাজার লোকের মাঝে জন প্রতি ১৫শ টাকা মোট ১৫লক্ষ টাকা দেয়া হয়েছে।