বার্তা পরিবেশক::
সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্ষিয়ান রাজনীতিবীদ আবুল কালাম ইংরেজি নতুন বছর ২০২১ এর শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার ১ জানুয়ারি এক বার্তায় তিনি দেশে এবং প্রবাসে থাকা সকলের প্রতি নতুন বছরের প্রথম মুহূর্তেই আন্তরিক প্রীতি একরাশ গোলাপ শুভেচ্ছা জানান।
তিনি জানান- জীর্ণ পুরাতন ভেসে গিয়ে বিশিয়ে তোলা বিশ সালের সকল গ্লানি মুঁচে দেখতে দেখতে আমরা চলে এসেছি নতুন বছরের দোরগোড়ায়। ফেলে এলাম কাঁটায় ভরপুর একটা বছর।বহু মানুষকে হারিয়েছি আমরা! করোনা কেড়েছে প্রিয়জনদেরও! তবুও নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন দেখে আবার নতুন ভাবে বাঁচতে হবে আমাদের।
হে নতুন সূর্য, ভুলিয়ে দাও, আছে যত দূঃখ বেদনা। তোমার সোনালি আলোয়।হে নতুন সকাল, উড়িয়ে নিয়ে যাও, না পাওয়ার বেদনা।তোমার স্নিগ্ধ হাওয়ায়।হে নতুন বছর, তুমি নিয়ে এসো সুখ-আশা-স্বপ্ন আর ভালবাসার অফুরন্ত ঝুরি লয়ে।
তিনি আরও জানান – আশা,ভালবাসা,শান্তি,হাঁসি সবকিছু দিয়ে ভরে উঠুক আগামী।সামনে এক সুন্দর এবং উজ্জ্বল হোক নতুন বছর।সকলের সু-স্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন তিনি।
শুভেচ্ছান্তে
আবুল কালাম
সভাপতি : সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগ।টেকনাফ কক্সবাজার।