জরুরী বিজ্ঞপ্তিঃ-
এত দ্বারা সাবরাং ইউনিয়নের সকল জনসাধারণের অবগতি জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ বা কাহারা সন্দেহজনক এই কথা বলে যে, আপনার বাড়িতে করোনা রোগী আছে, আইন শৃংখলা বাহিনী পরিচয়ে কেউ আসে তাহলে দরজা খুলবেনা না, তাহাদেরকে বলুন সকাল পর্যন্ত অপেক্ষা করতে।
যদি এই ধরনের কথা বলে কেউ বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে , সাথে সাথে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসেন বি এ’র সাথে যোগাযোগ করুন।
এই লকডাউনে এলাকায় ডাকাত দল, বিভিন্ন ধরনের PPE, রেইনকোট ও মাস্ক পড়ে ছদ্মবেশে করোনা রোগীর খোঁজার নামে আপনাদের এলাকায় বা বাড়িতে প্রবেশের চেষ্টা করছে।তাই এ ব্যাপারে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আপনাদের ইউপি চেয়ারম্যান নুর হোসেন বি এ।
কাউকে সন্দেহ হলে পরিষদে কর্মরত স্থানীয় গ্রাম পুলিশ, ইউপি সদস্য/সদস্যাবৃন্দ এবং প্রশাসনকে জানান। তাই আপনার সচেতনতাই পারে আপনার পরিবারকে নিরাপদ রাখতে।
ব্যক্তি দুরত্ব বজায় রাখুন
নিজে নিরাপদ থাকুন
পরিবারকে নিরাপদ রাখুন।
আদেশক্রমে,
আপনাদের ইউপি চেয়ারম্যান
নুর হোসেন বিএ
সাবরাং ইউনিয়ন পরিষদ
টেকনাফ কক্সবাজার।
মোবাইল নং ০১৮১৯-০৩১৫০২