মিজানুর রহমান মিজান
উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি ও বর্তমান এমপি শাহিন আক্তার বদি দম্পতির প্রথম পু্ত্র আবদুল্লাহ আরমান শাওনকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর (উত্তর)শাখার সহ-সভাপতি হিসেবে মনোনীত করেন।
আজ ১১ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হ্নদয় এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শাওন আরমানকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর সহ সভাপতি মনোনীত করা হয়।এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ব্যক্তিগতভাবে তার পারিবারিক শুভাকাঙ্খীদের
অভিনন্দন ঝড় বয়ে যায়।
সহ-সভাপতি মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি দম্পতি পুত্র আবদুল্লাহ আরমান শাওন এবং তার সমর্থক শুভাকাঙ্খীরা। তার রাজনৈতিক জীবন সুন্দর ও সফলতর হোক এ প্রত্যাশা সকলের।