সাইফুল ইসলাম
করোনা ভাইরাস প্রাদুর্ভাব এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এসএসসি”৯৭ব্যাচ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৫ মে টেকনাফ পৌরসভা ঈদগাহ মাঠে সকাল থেকে এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুদের অংশগ্রহনে সুন্দর পরিবেশে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।উপস্থিত ছিলেন,ইব্রাহিম, সাইফুল, নাছির,জাহাঙ্গীর,একরাম,পিকলু,শওকত,হেলাল,নুরুল আমিন,মিজান।
উপহার সামগ্রীর মধ্যে ছিল,চাউল,ছোলা,চিনি,তেল,পিঁয়াজ,মুড়ি।আমাদের এই কার্যক্রমে যারা দূরে থেকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থেকেছে তাদের জন্য রহিল দোয়া ও ভালোবাসা।
বিশেষ করে, দিদারুল আলম দিদার, জহির,আলমগীরকে দূরে অবস্থান করেও আর্থিক ও মানসিক সহযোগিতা করার জন্য।
কৃতজ্ঞতা জানাই এএসআই সন্জীব দত্ত ও মানবিক গুণের অধিকারী পুলিশ সদস্য শরীফুলকে।