পিকলু দত্ত
সামাজিক দূরত্ব মেনে টেকনাফ সদর ইউনিয়নের ভিজিডি উপকার ভোগীদের মাঝে প্রতি পরিবার ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়,এ সময় উপস্থিত ছিল প্যানেল চেয়ারম্যান অাবু ছৈয়দ ও সচিব সরওয়ার কামাল।
সরকারের বিশেষ অনুদান ছাড়া ও নিয়মিত ভুক্তভোগী ৫০০ পরিবার কে প্রতি পরিবার প্রতি ৩০ কেজি করে এ চাউল সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরন করা হচ্ছে । পরবর্তীতে বিভিন্ন জায়গায় জীবানুনাশক স্প্রে করা হয় যাতে সার্বিক তদারকি করে যাচ্ছেন ইউপি সচিব সরওয়ার কামাল নিয়মিতভাবে, প্রচার করে যাচ্ছে প্রতিজনকে হাত ধোয়ার নিয়ম ও প্রয়োজনীয়তা, বিলি যাচ্ছে প্রচার পত্র, অনলাইনে টেকনাফ সদর ইউনিয়ন নামক পেইজে দিচ্ছেন নিয়মিত আপডেট খবর।।