বার্তা পরিবেশক::
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে
“স্টুডেন্ট এসোসিয়েশন অব সিকদার পাড়া”র বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।২৮ ডিসেম্বর শনিবার সংগঠনটি উৎসাহ,উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে স্টুডেন্টস্ এসোসিয়েশন অব সিকদার পাড়া (SASP) এর বার্ষিক বনভোজন মেরিন ড্রাইভ সংলগ্ন জিরো পয়েন্টে সম্পন্ন হয়েছে।
এতে ফোরামের সদস্যদের পাশাপাশি এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও উপস্থিত ছিলেন।
মিলন শর্মার কাছে র্সংগঠনের বিষয়ে জানতে চাইলে তিনি জাআনান- সবার মাঝে শিক্ষা, সম্প্রীতি, সহয়োগিতা এবং সচেতনতা প্রসারের মাধ্যমে সমাজ তথা দেশের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে উক্ত ফোরামটি গত বছর থেকে যাত্রা শুরু করে।
তিনি আরও জানান- কোন পদ পদবি না রেখে সিনিয়র জুনিয়র পরস্পর সুসম্পর্ক বজায় রেখে সবার মতামতের ভিত্তিতে সদস্যদের নিজস্ব অর্থায়নে অত্যন্ত সুন্দরভাবে কার্যক্রম এগিয়ে নিচ্ছে ফোরামটি।
সামনের পথ চলায় আরও গতিশীল ও সুগম হওয়ার প্রত্যয়ে ফোরামের সদস্যরা সবার কাছে দোয়া প্রত্যাশী।