নিউজ ডেস্ক :::
কক্সবাজারের আবাসিক হোটেল এসকে ইন্টার ন্যাশনালের সাবেক মালিক, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিনের শ্বাশুড়, হ্নীলা আল জামিয়া দারুস সুন্নাহর সাবেক সিনিয়র মুহাদ্দিস মাওলানা কেরামত আলী ওরফে আরকানী হুজুর কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
জানা যায়, ১৬ জুন সন্ধ্যা সাড়ে ৬টারদিকে মরহুম কালা মিয়ার পুত্র মাওলানা কেরামত আলী প্রকাশ আরকানী হুজুর (৭০) কুতুপালং এমএসএফ হাসপাতালের করোনা ওয়ার্ডে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে {(৫ছেলে) ২জন মৃত}, ৬মেয়ে, নাত-নাতিনী, সহকর্মী, ছাত্র, শুভানুধ্যায়ী রেখে গেছেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতরোগে ভূগলেও হঠাৎ করে সকালে খুবই অসুস্থ হয়ে পড়লে তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করানো হয়।
এই প্রবীণ আলেমে দ্বীনের দাফনের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত সময় নির্ধারণ করা না হলেও কাল সকালে দাফন করা হতে পারে।