শাহ্ মুহাম্মদ রুবেল, কক্সবাজার ::
ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুম হিসেবে আগামী ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সরবরাহ ও মজুদও নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হবে।
মঙ্গলবার (১ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা, জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামানসহ আরও অনেকে।