প্রেস বিজ্ঞপ্তি ::
টেকনাফ উপজেলা রেন্ট-এ কার,নোহা,মাইক্রো মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ নং২২২৫ এর সদস্য আবদুর রহমান(৩২)পিতা: মরহুম জাফর আহাম্মদ গ্রাম: দক্ষিণ নোয়া পাড়া,সাবরাং কে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপন চাচাত ভাইয়ের হাতে দিন দুপুরে চুরি দ্বারা আঘাত করে হত্যা করে।
আমরা টেকনাফ উপজেলা রেন্ট-এ কার,নোহা,মাইক্রো মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ নং২২২৫ এর সদস্য আবদুর রহমান হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তার বিদেহী আত্মারর মাগফেরাত কামনা করছি। প্রকৃত খুনিদের বিচারের জোরদাবী জানাচ্ছি। আল্লাহ আবদুর রহমানকে জান্নাতবাসী করুক।
নিবেদক:
এম হামজালাল(মেম্বার)
সভাপতি : টেকনাফ উপজেলা রেন্ট-এ কার,নোহা,মাইক্রো মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ নং২২২৫।টেকনাফ কক্সবাজার।